ধর্ষকের বিচার দাবিতে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ সমাবেশ
খাগড়াছড়ির রামগড়ে পাতাছড়া এলাকায় এক পাহাড়ি নারীকে গণধর্ষণ ও রাঙামাটিতে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকালে জেলা শহরের মহাজন পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক ঘুরে চেঙ্গি এস্কয়ারে গিয়ে সমাবেশে করে।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক সুভাষ চাকমার সঞ্চালনায় সভাপতি মৃণাল চাকমা সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)র কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট),খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমতি বিকাশ চাকমা ও সাধারন শিক্ষার্থী কৃপায়ন ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে একের পর এক নারী ধর্ষন,ধর্ষণের চেষ্টার সুষ্ঠ বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীরা ইভটিজিং,ধর্ষণসহ হত্যা শিকার হচ্ছে বলে অভিযোগ তোলেন বক্তারা।
এসময় সারাদেশে নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান বক্তারা।
খাগড়াছড়ির পুলিশ সুপার এইমাত্র জানিয়েছেন, রামগড়ের ধর্ষণের ঘটনার বিষয়ে পুলিশ মামলা গ্রহণ করেছে। তিন অভিযুক্তের মধ্যে ইউসুফ নামের একজন অবস্থান তথ্যপ্রযুক্তির মাধ্যমে চিহ্নত করা হয়েছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কারণে যোগাযোগ বিপত্তিতে পাকড়াও করতে বিলম্ব হচ্ছে। এই ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।