ধর্ষণবন্ধসহ ধর্ষকের শাস্তির দাবীতে বান্দরবানে মৌন প্রতিবাদ

NewsDetails_01

বান্দরবানে ধর্ষকের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন প্রতিবাদ জানিয়েছে সম্মেলিত সচেতন নাগরিক সমাজ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও দূর্বার নামে তিনটি সংগঠন ।

বুধবার (০৭ অক্টোবর) সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে মুখে কালো কাপড় বেঁধে এবং বিভিন্ন রং এর ফেস্টুন হাতে বিভিন্ন বয়সের নারীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন ।

NewsDetails_03

মানববন্ধনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যা, জেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি অংচ মং মার্মা, এ্যাডভোকেট মাধবী মার্মা, মানবাধিকার কর্মী শিরিন আক্তার, নারী নেত্রী ডনাই প্রু নেলী উপস্থিত ছিলেন ।

এ সময় নারীরা নেত্রীরা জানান, বিচারহীনতার সংস্কৃতি, আইনের শাসনের অভাবের কারণে দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ হচ্ছে না । এছাড়াও মূল্যবোধ, বিচারকার্যে রাজনৈতিক প্রভাব, আকাশ-সংস্কৃতির বিস্তারের কারণে এ ধরণের অপরাধ প্রবণতা বাড়াচ্ছে । এ সময় তারা ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।

আরও পড়ুন