ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল

ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বান্দরবানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে সাধারণ ছাত্র-ছাত্রীরা এ কর্মসূচি পালন করেন।

NewsDetails_03

এ সময় জেলা সদরের বিভিন্ন স্কুল কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা ফেস্টুন, ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, আফতাফ উদ্দিন শাহিন, মো: রিয়াদ, আখলাখ উদ্দিনসহ অনেকে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বের করা হয় র‌্যালি। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয় ।

মানববন্ধনে সাধারণ ছাত্র-ছাত্রীরা ধর্ষণ আইন পূর্ণবিবেচনা, অপরাধের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন, ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারকে ক্ষতিপূরণ সহ ৭ দফা দাবি উপস্থাপন করেন।

আরও পড়ুন