ধর্ষণ বন্ধে রাঙামা‌টি‌তে মানববন্ধন

NewsDetails_01

সারাদেশে ধর্ষণ-নির্যাতন বন্ধ এবং অপরাধীদের শাস্তির দাবীতে রাঙামাটির সকল স্বেচ্ছাসেবী সংগঠ‌নের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ‘নিরাপদ থাকুক সকল মা বোন, দেশে বন্ধ হোক ধর্ষণ নির্যাতন’ এই প্রতিপাদ্যে সারাদেশে ধর্ষণ নির্যাতন বন্ধ এবং অপরাধীদের শাস্তির দাবীতে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করা হয়।

NewsDetails_03

এসময় বক্তারা বলেন, ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। ধর্ষক যেনো কোনভাবেই আইনের অবৈধ উপায়ে বেঁচে যেতে না পারে সেজন্য আইনশৃংখলা বাহিনীকে সঠিক ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়। বক্তারা এসময় অপসংস্কৃতি-অশ্লীলতা-মাদক-জুয়া, নারী-শিশু নির্যাতন, খুন-ধর্ষণের বিরুদ্ধেও গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধনে রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সদর উপ‌জেলা প‌রিষদ ভাইস চেয়ারম্যান নাস‌রিন ইসলাম, পৌরসভার প্যা‌নেল মেয়র জামাল উ‌দ্দিন, বিশিষ্ট সমাজসেবক জিমি কামাল সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন