ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে বান্দরবান বিএনপির স্মারকলিপি প্রদান

বান্দরবান বিএনপির স্মারকলিপি প্রদান
ধানের ন্যায্য দাম নিশ্চিত এবং পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বান্দরবান জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপির ও অঙ্গসংগঠন। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা বিএনপি সভাপতি মিসেস মাম্যাচিং ও সাধারন সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে জেলা প্রসাশক মো. দাউদুল ইসলাম কাছে এ স্মারকলিপি জমা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাকিবুর রহমান জুয়েল, বিএনপির নেতা চনুমং মারমা সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে,ধানের ন্যায্য মূল্য ও পাটকল শ্রমিকদের দাবি মেনে নিয়ে ন্যায্য মজুরি প্রদানের দাবিতে বান্দরবান জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপির অপর গ্রুপ। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওসমান গণি, মুজিবুর রশিদ,আবুল কাসেম, মুছা সওদাগর সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, রােববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশব্যাপী এ কর্মসূচির ঘােষণা দিয়ে বলেন, ধানের ন্যায্য মূল্য নিশ্চিত এবং পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশােধের দাবিতে আগামী মঙ্গলবার (২১ মে) বিএনপির উদ্যোগে দেশব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। এ ছাড়া বৃহস্পতিবার (২৩ মে) সারাদেশে ইউনিয়ন পর্যায়ের হাটবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলে জানান রিজভী।

আরও পড়ুন