‘দেশ জাগুক মুক্ত প্রানে, বৈষম্যহীন সমাজ গঠনে’ এই স্লোগান নিয়ে আজ শুক্রবার সকালে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো নবম সত্যেন সেন গণসঙ্গীত প্রতিযোগিতা।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সংসদের উদ্যেগে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদার।
সুরাইয়া ইয়াসমিনের সঞ্চালনায় রাঙামাটি জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাঙামাটি পৌর য়ের আকবর হোসেন চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে গনসঙ্গীত চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। প্রগতিশীল গণচেতনা সম্পন্ন জাগরণমূলক গানের মাধ্যমে সকল মানুষের মাঝে জাগরন সৃষ্টি করতে হবে। তিনি বলেন, উদীচীর ইতিহাস দীর্ঘ সংগ্রামের ইতিহাস। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সংসদের সাধারন সম্পাদক বিজয় ধর,ডা: রনজিৎ নাথ,প্রতিযোগিতা প্রস্তুতি পরিষদের আহবায়ক আশীষ চৌধুরী ও সাগর পাল,সুজন বড়ুয়া।
গণসঙ্গীত প্রতিযোগিতায় রাঙামাটি উদীচী ও জেলার অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা বিভিন্ন বিভাগে প্রায় ৫০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এতে বিচারক হিসেবে ছিলেন রাঙামাটি পৌর কাউন্সিলর ও উদীচী জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক কালায়ন চাকমা,অরুন দেবনাথ ও মিনাক্ষী ধর। জেলা পর্যায়ের গণসঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীরা আগামী ১৬ মার্চ শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় গণসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন।