নদী থেকে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানে থানচি উপজেলার সাঙ্গু নদীর ৫-৬টি পয়েন্টে অবৈধভাবে বালির উত্তোলন করে সরকারের অবকাঠামোগত উন্নয়ন মূলক সড়ক, সেতু, কালভার্ট ইত্যাদি বাস্তবায়ন কাজের ব্যবহার করে আসছে।
এরই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন আমতলী পাড়ায় অভিযান চালিয়ে উক্যমং মারমাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।

NewsDetails_03

আজ শনিবার ৮ মার্চ দুপুরে নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করে ট্রাকে ভর্তি করে বিভিন্ন জায়গায় প্রাচারের সময় উক্যমং মারমা কে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুসদারসহ ৫- ৬জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন