নবগঠিত জামছড়ি ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক

বান্দরবান সদর উপজেলায় নবগঠিত জামছড়ি ইউনিয়ন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে জেলা প্রশাসক সদর থেকে ৬ কিলোমিটার দূরে হানসামা পাড়ায় নবগঠিত জামছড়ি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যলয় পরিদর্শন করেন।

NewsDetails_03

এসময় জনপ্রতিনিধি, এলাকার ব্যক্তিবর্গদের সাথে নবগঠিত ইউনিয়নের বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসক। আলোচনা শেষে জনপ্রতিনিধিদের আবেদনের প্রেক্ষিতে দ্রুত সময়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপনের স্থান ও সীমানা নির্ধারন, ভোটার তালিকা হালনাগাদ করণ, পরিসংখ্যান বুরোতে কোড এনট্রির মাধ্যমে জন্মনিবন্ধন ও অন্যান্য কর্যক্রম চালু করা, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ে গেজেট পাশ করাসহ ইউনিয়ন হিসাবে অন্তর্ভুক্তি নিশ্চিত করার কাজ সম্পাদনের আশ্বাস দেন জেলা প্রশাসক । এসময় ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার , জনপ্রতিনিধি এলাকার জনসাধারণ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , বান্দরবান সদর ইউনিয়নের ৩টি, রাজবিলা ইউনিয়নের ৪ টি ও তারাছা ইউনিয়নের ১টি ওয়ার্ড নিয়ে নতুন জামছড়ি ইউনিয়ন গঠন করা হয় ২০২০ সালের ১৮ নভেম্বর।

আরও পড়ুন