স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল রবিবার দুপুর ২টায় জেলার নাইক্ষ্যংছড়ি পর্যটন উপবন লেকে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন। পরে উপজেলা প্রশাসন যোগাযোগের মাধ্যমে পার্শ্ববর্তী রামু উপজেলার ফায়ার সার্ভিস দলকে খবর দেন, তাদের ডুবুরি না থাকায় অনুসন্ধান চালাতে পারেনি। এরপর চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে রাত নয়টার দিকে লেক থেকে তার লাশ উদ্ধার করে।
এই ব্যাপারে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী পাহাড়বার্তাকে বলেন, সে সাতার না জানার কারনে লেকে ডুবে যান, পরে তার লাশ উদ্ধার করা হয়।