নাইক্ষ্যংছড়িতে অগ্নিকান্ডে অসহায় মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অগ্নিকান্ডে এক অসহায় মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১৬ জুন (সোমবার) রাত আনুমানিক তিনটার নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের পূর্ব বাইশারী এলাকার মুক্তিযোদ্ধা মুহাম্মদ হাশেম সরওয়ারের বসতঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৬ জুন সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলম কোম্পানি।
তিনি জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি প্রায় অর্ধ লাখের উর্ধে অনুমান করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করছেন বাইশারী পুলিশ তদন্তকেন্দ্র।

স্থানীয় সূত্রে জানা যায়,মুক্তিযোদ্ধা হাশেম সরওয়ার ছোট্ট একটি বসত ভিটায় ঘরে করে অসহায় দিনযাপন করে আসছেন। সেই বসতঘরে তাঁর স্ত্রীসহ এক ছেলে রয়েছে। মুক্তিযোদ্ধা হাশেম সরওয়ার বয়স আশি বছরের উর্ধে। এ বয়সেও বাইশারী বাজারে অল্প পূঁজিতে ব্যবসা করে আসছেন তিনি। তার বসতঘরে আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ায় এখন পরিবারের মাথা গোঁজানোর ঠাই হারিয়েছেন।
স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনা পুলিশটিম তদন্ত করছে। তদন্তের শেষে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কথা জানা যাবে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু তাহের জানান,অগ্নিকাণ্ডের ঘটনা শুনার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে লোকজনের কাছ থেকে জানা যায়, অগ্নিকাণ্ডটি বৈদ্যুতিক সর্ট থেকে সূত্রপাত ঘটে পরে গ্যাসসিলিন্ডার বিস্ফোরিত হয়। পুরো বসতঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়। এই অসহায় মুক্তিযোদ্ধা মুহাম্মদ হাশেম সরওয়ারের সাথে জমিজমা নিয়ে প্রতিপক্ষের বিরোধ রয়েছেছে দীর্ঘ দিন ধরে। পরিবার প্রতিপক্ষকে সন্দেহ করছেন, তবে পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছেন।