বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ এর অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু,থানা’র নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: মাশরুরুল হক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প: প:কর্মকর্তা ডা: এ জেড এম সেলি, কৃষি অফিসার এনামুল হক, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকসহ শিক্ষা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও স্বাভাবিক রাখতে সকলকে সহযোগিতা করার কথা উল্লেখ করলে উপস্থিত সবাই সহযোগিতার কথা বলেন। চোরাচালান বিষয়ে থানার বিভিন্ন মামলার সার্বিক বিষয়ে ব্যাপক আলোচনাও হয় উক্ত সভায়।