নাইক্ষ্যংছড়িতে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে পাহাড় সাবাড়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতার নেতৃত্বে পাহাড় কেটার অভিযোগ উঠেছে।

জানা যায়, গত শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বাবিল এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ ছড়িয়ে পড়ে। সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেন। তদন্ত সাপেক্ষে ঘটনাস্থলে সত্যতা প্রমাণ পেয়ে তিনি ২৭৮ নং মৌজার হেডম্যান মংছানু চাককে পাহাড়টি সরকারী খাস পাহাড় কিনা খতিয়ান যাচায় করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা প্রদান করেন এবং পরবর্তীতে পরিবেশ বিধ্বংসী সংশ্লিষ্ট কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও।

NewsDetails_03

স্থানীয়রা জানান, আওয়ামীলীগ নেতা আব্দুল জাব্বারসহ তাঁর ছেলে সাহাব উদ্দিন ও তার ভাই ভুট্টু সরকারি পাহাড় দখল করে পরিবেশ নষ্ট করে রাতে দিনে পাহাড় কেটে বিভিন্ন স্থাপনায় মাটি ভরাট করে যাচ্ছে। পরে প্রশাসন খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়।

এসময় ঘটনাস্থলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলম কোম্পানি, ২৭৮ নং মৌজার হেডম্যান মংছানু চাক, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

আরও পড়ুন