নাইক্ষ্যংছড়িতে খেলার মাঠের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খেলার মাঠের দাবিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে
মাদক চাই না, খেলতে চাই, খেলার মাঠ চাওয়ার আমাদের অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার (২৪ মে) বেলা ১১টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এসময় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীর নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী হাতে খেলার মাঠ পাওয়ার দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

NewsDetails_03

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিজস্ব কোন খেলার মাঠ নেই। অথচ স্কুল এন্ড কলেজের আশেপাশে সরকারী অনেক খাস জায়গা দখল করেছে অনেক প্রভাবশালী ফ্যাসীবাদী নেতারা। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠার পর দীর্ঘদিন পার হয়ে গেলেও এই পর্যন্ত শিক্ষার্থীদের খেলাধূলা করার মতো মাঠ নেই। শিক্ষার্থীরা ও বর্তমান প্রজন্ম কোন খেলাধূলা করতে না পেরে মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ার আশংকা রয়েছে।

অতি সত্ত্বর যদি এখানে প্রভাবশালী ফ্যাসিস্ট নেতাদের দখলীয় সরকারী খাস জায়গা উচ্ছেদ করে একটি খেলার মাঠ না দেয়া হয়, তাহলে বর্তমান শিক্ষার্থীসহ প্রজন্মরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।

এ ব্যাপারে অন্তবর্ত্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টাসহ বান্দরবান জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন