নাইক্ষ্যংছড়িতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীর্ঘ বছর পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও মিছিল বের করেছে জেলা ছাত্রদল।

NewsDetails_03

আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে ২টায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা চত্ত্বরে। সে সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে যোগদানের পরে সবাই একত্রিত একটি আনন্দ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।

এ দিকে আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশীদ, সাবেক ছাত্রদলের নেতা মুহাম্মদ হোছাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও পড়ুন