নাইক্ষ্যংছড়িতে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক ২

বান্দরবানে নাইক্ষ্যংছড়িরবাইশারী ছাদুঅং মার্মা পাড়ার ধাবনখালীতে স্থানীয় বাঙালি যুবক কর্তৃক এক উপজাতি তরুণী ধর্ষণের শিকার হয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছাদুঅং মার্মা পাড়ার মংহ্লাছিং মার্মার মেয়ে মাচ্যাখিং মার্মা (১৫) ওই এলাকার ধাবনখালী খালে গোসল করতে যায়। এ সময় একই ইউনিয়নের যৌথ খামার এলাকার নুর মোহাম্মদের পুত্র মো:সেলিম (২৫) ও তার সহযোগী নুরুল ইসলামের পুত্র মতিউর রহমান (২৬) পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষিতার চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে আসলে ধর্ষক সেলিম পালিয়ে গেলেও অপর ধর্ষক মতিউর রহমানকে তৎক্ষণাৎ আটক করে পুলিশ।

NewsDetails_03

এর পর ধর্ষণ করে পালিয়ে যাওয়া সেলিম কে নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি’র বিচক্ষণতায় দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হন।

ধর্ষিতা মাচ্যাখিং মার্মাকে ডাক্তারী পরীক্ষার জন্য নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ধর্ষিতা মাচ্যাখিং মার্মা মানসিক ভারসাম্যহীন পাহাড়ি তরুনী। সোমবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি জোন সদর থেকে প্রায় ১৩ কিঃমিঃ উত্তরে বাইশারী তদন্ত পুলিশ ফাঁড়ি থেকে ১.৫ কিঃমিঃ উত্তরে বাইশারী ইউনিয়নের ছাদুঅং মার্মা পাড়া সংলগ্ন ধাবনখালী খালে গোসল করতে গেলে বাঙ্গালী দুই যুবক কর্তৃক ধর্ষনের শিকার হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক জানান, ভিকটিম ও তার পরিবারের অভিযোগ দায়ের করার পর মামলা রুজু করে পুলিশের একটি দল আসামিকে দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত দের গ্ৰাপ্তার করেন। এছাড়াও তিনি বলেন আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে।

আরও পড়ুন