নাইক্ষ্যংছড়িতে বিএনপির সমাবেশে জাবেদ রেজা
দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ও অর্থনৈতিকসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রায় দেড় বছর আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতিশ্রুত ৩১ দফা জনগণের কাছে পৌঁছেনো এবং সচেতনতার লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জাবেদ রেজা।
বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে প্রায় এক বছর ৩-৪ মাস আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করে বিএনপি। ক্ষমতায় গেলে এই প্রস্তাবগুলো বাস্তবায়নের অঙ্গীকারও করে দলটি।
তারা আরও বলেন, ছাত্র-জনতার লাগাতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর আবার বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে সোচ্চার হয়।

এতে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে তৃণমূলের সাধারণ জনগণের কাছে। ক্ষমতায় গিয়ে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে পারলে সারাবিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হওয়ার পাশাপাশি দেশের মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবেন বলে মনে করছেন তাঁরা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম তুষার, জেলা যুবদল সভাপতি জহির উদ্দিন মাসুম, উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ আরেফ উল্লাহ ছুট্টু মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর,নুরুল আবছার সোহেল।
জনসভায় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সোহেল, সদস্য সচিব আবু কায়সার, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মুহাম্মদ জিয়াবুল হক, কলেজ ছাত্র নেতা মিজান প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ মুহাম্মদ জহির উদ্দিন। এসময় অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দেরা।
জনসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিল।