নাইক্ষ্যংছড়িতে বৈধ কাগজ পত্র না থাকায় ৮ জন চালককে জরিমানা

বান্দরবানের নাইক্ষংছড়িতে বৈধ কাগজ পত্র না থাকায় আট জন মটরবাইক ও জিপ গাড়ি চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার(২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের থানার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে, ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন নাইক্ষংছড়ি উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। অভিযানে গাড়ির বৈধ কাগজ পত্র এবং রেজিস্ট্রেশন না থাকার দায়ে ছয়টি মটরবাই ও দুইটি জিপ গাড়ি কে সর্বমোট ৪ হাজর ৫শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

NewsDetails_03

এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী

স্থানিয় কর্মরত সাংবাদিকদের বলেন, এই অভিযান মূলত সকলকে সতর্ক করা। আগামীতে সকলে যেন বৈধ কাগজ পত্র নিয়ে গাড়ি চালায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন