নাইক্ষ্যংছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল হক চৌধুরী । সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ তোফায়েল আহমেদ, থানার ওসি মাসরুল হক, উপজেলা বিএনপির সভাপতি আরেফ উল্লাহ ছুট্টু (মেম্বার), সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, বাংলাদেশ জামায়াত ইসলামি সংগঠনের নাইক্ষ্যংছড়ি পেশাজীবি ফোরামের সভাপতি আবু সুলতান, সাধারণ সম্পাদক জাকের আহম্মেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ জিয়াবুল হক জিয়া,নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বাজার সমিতির সভাপতি ও শ্রমিকদলের আহ্বায়ক ইয়াহিয়া খাঁন মামুন, নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুবাইরুল হক, ব্যাবসায়ী হায়দার আলী কোম্পানিসহ সরকারি কর্মকর্তা, শিক্ষকা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও স্থানিয় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দিবস দুটি যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন