নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে প্রায় ৩৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে ইয়াবার পর এবার আসছে নতুন মাদক ক্রিস্টাল মেথ। সীমান্তে রেজু পাড়া বিজিবি ক্যাম্পের বিওপি এলাকায় টহল অবস্থায় ময়ূরের বিল নামক স্থানে ৭ প্যাকেট যার ওজন (০৭.৩৯৬ কেজি) ক্রিস্টাল ম্যাথ আইচ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।

গত ১১ মে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবি অধিনস্থ নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির একটি বিশেষ টহল ক্যাম্প ইনচার্জ কমান্ডার মো:বিপুল ইসলাম এর নেতৃত্বে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় সাত প্যাকেট ক্রিস্টাল ম্যাথ আইচ উদ্ধার করা হয়।

গত ১১ মে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিওপি ক্যাম্প (বিজিবি) ইনচার্জ কমান্ডার নায়েক মো: বিপুল ইসলাম।

NewsDetails_03

বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবি অধিনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপি ক্যাম্পের ইনচার্জ কমান্ডার নায়েক মো: বিপুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল গর্জনবুনিয়া এলাকার ডি, এস, বি ইট ভাটার পশ্চিম পার্শ্বে ময়ূরের বিল নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ক্রিস্টাল ম্যাথ আইচ মাদক জব্দ করা হয়।

জব্দ কৃত ক্রিস্টাল ম্যাথ আইচ মাদকের বাজার মূল্য ৩৬ কোটি ৯৮ লাখ টাকা বলে বিজিবি সূত্র জানান। এসময় জব্দ কৃত মাদক কক্সবাজার সদর দপ্তরে রেখে মামলার পক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানান।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে একটি চক্র বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদক এনে ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করছে।

আরও পড়ুন