নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে মাদক প্রতিরোধের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদককারবারি রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ২ নং শরণার্থী ক্যাম্পের হেড মাঝি জালাল আহাম্মদের অধিনস্থ মো,ইউনুছের পুত্র নূর ফয়েজ (২৪)।
গত ২৩ জুন বুধবার সন্ধা ৬টায় ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক সংলগ্ন আবু তাহের ওরফে ভূট্টুর বাড়ীর সামনে রোডস্থ অভিযান চালিয়ে এক রোহিঙ্গা মাদক কারবারি থেকে ১১শত ১৫ পিস ইয়াবা উদ্ধার করে ঘুমধুম তদন্তকেন্দ্রের পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৩৪ হাজার ৫শত টাকা।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ইউনিয়ন ঘুমধমের বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সড়ক সংলগ্ন আবু তাহের ওরফে ভূট্টুর বাড়ীর সামনের সড়কে অভিযান চালিয়ে ১১শত ১৫ পিস ইয়াবাসহ এক মাদককারবারি রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীদেরকে বান্দরবান জেল-আদালতে প্রেরণ করা হয়েছে।