উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল এর সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযুদ্ধকালীন ইতিহাস নিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ১৯৭১ এর এই দিনে মেহেরপুর এর বৈদ্যনাথ তলার আম্রকাননে বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকার নামে শপথ গ্রহন অনুষ্টিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজুদ্দিন আহাম্মদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে মুক্তিযুদ্ধকালে রাষ্ট্র পরিচালিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব ইমরান মেম্বার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহাম্মদ, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ, উপজেলা সমবায় ও সমাজ সেবা কর্মকর্তা, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আব্দু সাত্তার, ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।