নাইক্ষ্যংছড়িতে গুলি উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে অবৈধ বন্দুকের তাজা গুলি উদ্ধার করেছে ১১ বিজিবি।
গত রবিবার (৭ আগষ্ট) রাত সাড়ে ১২টার সাড়ে দিকে উপজেলার দৌছড়ি সীমান্তের লেম্বুছড়ি বিওপির অধিনস্থ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খড়লম্বা নামক এলাকায় অভিযান চালিয়ে গভীর রাতে পরিত্যাক্ত অবস্থায় ২০ রাউন্ড তাজা বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
আজ সোমবার সকালে উদ্ধারকৃত বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ১১,নবিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে: কর্ণেল রেজাউল করিম।
তিনি এই প্রতিবেদককে জানান,‘সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌছড়ি ইউনিয়নের সীমান্তের লেম্বুছড়ি বিওপির অধিনস্থ ৮নং ওয়ার্ডের খড় লম্বা নাম এলাকা থেকে তরতাজা ২০ রাউন্ড দেশীয় বন্দুকের গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে সন্ত্রাসীরা অভিযানিক টহল টের পেয়ে পালাতে সক্ষম হয়েছে। এতে কাউকে আটক করা সক্ষম হয়নি।