বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেশীয় চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ৩নংওয়ার্ড নান্নাকাটা এলাকার মোস্তাক আহামদ প্রকাশ (ভুলু) ছেলে হেলাল উদ্দিন(২৫)।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন বলেন,গত বৃহস্পতিবার ১৮জুলাই রাত ১১টায় সোনাইছড়ি রোডে অভিযান চালিয়ে আটক করা হয়। এসময় পুলিশ তাঁর নিকট থেকে ১হাজার লিটার মদ উদ্ধার করে। তিনি আরো বলেন,এসআই জাফর, এসআই নুরুল আমিন,এএসআই হুমান কবির, নাজিম উদ্দিনসহ অন্যরাও মাদক বিরোধী অভিযানে অংশগ্রহন করে।
থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে তাদের বান্দরবান আদালতে প্রেরণ করা হলো।