নাইক্ষ্যংছড়িতে দূর্নীতি দমন কমিটির সভাপতি আটক, বাসভবন থেকে অস্ত্র উদ্ধার

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি দূর্নীতি দমন কমিটির সভাপতি শাহ্ সিরাজুল ইসলাম (৫০) কে আটক করেছে বিজিবি । তার বাড়ি থেকে ১টি এল,জি বন্দুক ও ৩টি দেশীয় বন্দুক উদ্ধার করেছে বিজিবি ।

রবিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী এলাকার তার নিজ বাসভবন থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার করে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি ।

রবিবার সকাল সাড়ে ১১টায় তাকে আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ১১ বিজিবি’র ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মুহাম্মদ জাহিদুল ইসলাম।

NewsDetails_03

এদিকে, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আবদুল আজিজ আহাম্মদ বলেন, উপজেলার দক্ষিণ বাইশারী ইউনিয়নে অভিযান চালিয়ে একজনকে আটক করেছি। এ সময় তার বাসভবন থেকে ৩টি দেশীয় তৈরি এবং ১টি এলজি রাইফেল উদ্ধার করা হয়েছে।

সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র, মাদক ও কাঠপাচারসহ সব ধরনের সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।

নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানায়, ৪টি আগ্নেয় অস্ত্র ও আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে বিজিবি । আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

আরও পড়ুন