নাইক্ষ্যংছড়িতে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার : আটক ২

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৪৯ হাজার পিস ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোনা মিয়া (২৫) ও দৌছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের করিমুল মোস্তাফা ওরফে আতুইয়্যা (২২)।

NewsDetails_03

আজ বৃহস্পতিবার (১০ জুন) ভোর সাড়ে ৫টায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভাল্লুখ্যাইয়া গ্রামে অভিযান চালায়। এসময় ৪৯ হাজার পিস ইয়াবাসহ দুই
মাদককারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪৭ লাখ টাকা।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন,নাইক্ষ্যংছড়ির ভাল্লুখ্যাইয়া সীমান্ত হওয়ায় তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের
করে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন