নাইক্ষ্যংছড়িতে পরিচ্ছন্নতা অভিযান

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে মঙ্গলবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা সদরের থানা মোড় থেকে বাজার এলাকা পর্যন্ত এই অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।
এসময় তিনি বলেন- ময়লা আবর্জনা থেকে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। পাশাপাশি এলাকার সৌন্দর্যহানি ঘটে।
সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, মানুষকে সচেতন করে তোলার জন্যই এই আয়োজন। এককভাবে এই সমস্যা সমাধান করা সম্ভব না। তাই নিজের এলাকার সৌন্দর্য রক্ষায় জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন