স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কচুবনিয়াপাড়া এলাকায় পাহাড়ের মাটি কেটে ট্রাকে ভর্তি করছিলেন কয়েকজন শ্রমিক । এই সময় পাহাড়ের মাটি ধসে পড়লে মাটিচাপা পড়েন নুরুল কাশেম । সকালে দমকল বাহিনীর সদস্যরা মাটিতে চাপা পড়া কাশেমের মরদেহ উদ্ধার করে ।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দমকল বাহিনীর সদস্যরা নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।