নাইক্ষ্যংছড়িতে পাহাড়ের মাটিচাপায় রোহিঙ্গা নিহত

NewsDetails_01

পাহাড় ধস (ফাইল ছবি)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পাহাড়ের মাটিচাপায় নুরুল কাশেম (২৫) নামে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকালে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কচুবনিয়াপাড়া এলাকায় পাহাড়ের মাটি কেটে ট্রাকে ভর্তি করছিলেন কয়েকজন শ্রমিক । এই সময় পাহাড়ের মাটি ধসে পড়লে মাটিচাপা পড়েন নুরুল কাশেম । সকালে দমকল বাহিনীর সদস্যরা মাটিতে চাপা পড়া কাশেমের মরদেহ উদ্ধার করে ।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দমকল বাহিনীর সদস্যরা নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন