নাইক্ষ্যংছড়িতে বাংলা মদ ধ্বংস করেছে পুলিশ

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলা মদ ধ্বংস করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।

তিনি জানান, বিভিন্ন সময় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫শত ৮৪লিটার বাংলা (চোলাই)মদ উদ্ধার করা হয়। ওসব উদ্ধারকৃত চোলাই মদ আমার উপস্থিতিতে ধাবংস করা হয়।

NewsDetails_03

আজ বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি থানায় প্রায় ৫শত ৮৪ লিটার উদ্ধারকৃত পাহাড়ী চোলাই মদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার তদন্ত ওসির উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এ ব্যাপারে থানার তদন্ত ওসি কানন চৌধুরী জানান, মাদক নির্মূল ও সন্ত্রাস নির্মূলের অভিযান বাস্তবায়ন করতে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ,আমাদের অভিযান অব্যহত থাকবে। তাই উপজেলার সকল সমাজ সেবকদের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন