বান্দরবান জেলা বিএনপির কমিটি ঘোষনা করায় শনিবার জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের একাংশ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরনসহ পথ সভা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ মার্চ বৃহস্পতিবার কেন্দ্রীয় জাতীয়তাবাদী দল বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এতে বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যচিং ও সাধারন সম্পাদক জাবেদ রেজা, সংবাদটি ছড়িয়ে পড়লে কয়েকশ নেতাকর্মী জড়ো হয় বিএনপি কার্যালয় এর সামনে।
শনিবার বিকালে মিষ্টি বিতরণসহ সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ এর সাবেক সদস্য আরিফ উদ্দিন কোম্পানির সমর্থক বলে পরিচিত সদর ওয়ার্ড ইউপি সদস্য বিএনপি নেতা আরিফ উল্লাহ ছুট্টু, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান, সাধারন সম্পাদক আবু কায়সার,উপজেলা ছাত্রদলের সহ সভাপতি নুরুল আবসার সেহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আলিম বাহাদুর, নেতা মোঃ ইুনুছ, ছাত্রনেতা জিয়াবুল জাহাঙ্গীর যুবদল নেতা আব্দুল মালেক প্রমুখ নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতা নুরুল আবসার সোহেল এর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী মাঠ পর্যায়ের নেতাদের মধ্যে কোন ভেদাভেদ নাই কেন্দ্র ঘোষিত নতুন কমিটিকে আমরা স্বাগত জানাই, যারা পদত্যাগ করতে আগ্রহী তাদের সাথে কর্মি নেই।
তবে নতুন কমিটি হওয়ায় অনেকটা কোনটাসা হয়ে যাওয়া নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম ও সাধারন সম্পাদক কামাল উদ্দিন এর কোন প্রতিক্রিয়া মিলেনি। তবে জানা গেছে, শনিবার বিকালে উপজেলা বিএনপি থেকে তারা পদত্যাগ করেন।