নাইক্ষ্যংছড়িতে বিজিবি-মাদককারবারী বন্দুক যুদ্ধ : ৮০ হাজার ইয়াবা উদ্ধার

purabi burmese market

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে বিজিবি ও ইয়াবা কারবারীদের মধ্যে বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় ২ কোটি ৪০ লক্ষ টাকার ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার নিকুছড়ি পাগলীপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাটি সোনাইছড়ি ও চাকডালার মধ্যবর্তী ও দূর্গম হওয়ায় মাদককারবারীরা ওই এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসছিল।

জানা গেছে, মিয়ানমার থেকে নিকুছড়ি হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত নিকুছড়ি বিজিবি ক্যাম্পের একটি অপারেশন দল।

অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবির উপর এলোপাতাড়ি গুলি ছুড়েঁ মাদককারবারীরা। এসময় বিজিবিও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে বস্তায় থাকা ৮০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল ২ কোটি ৪০ লক্ষ টাকা।

dhaka tribune ad2

এই ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি অধিনায়ক
লে: কর্ণেল শাহ আব্দুল আজিজ আহাম্মেদ বলেন, গোলাগুলিতে মাদককারবারীরা গুলিবিদ্ধ হয়েছে কিনা জানা যায়নি। তবে বিজিবির কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।