নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক শফি উল্লাহ বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর দীর্ঘ তেইশ বছরের অক্লান্ত সংগ্রাম ও প্রজ্ঞাবান নেতৃত্বে বাঙালি জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল।
আলোচনা সভায় উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, কামাল উদ্দীনের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসারের সঞ্চালনায় উপস্থিত ও বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো,শফি উল্লাহ,পার্বত্য মন্ত্রির প্রতিনিধি খাইরুল বাশার, উপজেলা মুক্তিযুদ্ধা কমেন্ডার মো,রাজা মিয়া, নাইক্ষ্যংছড়ি থানা ওসি (তদন্ত) জায়েদ নুর, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দল সত্তারসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানসহ সাংবাদিক অংশগ্রহণ করেন।