নাইক্ষ্যংছড়িতে মূল্য তালিকা না থাকায় দোকানদারকে জরিমানা

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মূল্য তালিকা না থাকায় দুই দোকানদারকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দোকানদারকে জরিমানা করেন ।

NewsDetails_03

ব্যবসায়ীরা জানান, মূল্য তালিকা না থাকায় মুসাফির হোটেলের মালিক বাদশা এবং পর্যটক হোটেলের মালিক শহীদ কে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া অাফরিন কচি জানান, ভোক্তা অধিকার আইনে তাদের জরিমানা করা হয়েছে। পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং খাদ্যে ভেজাল পেলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন