বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেডক্রিসেন্ট ত্রাণবাহীগাড়ি খাদে পড়ে ৯ জন নিহত হয়ছেন আর আহত হয়েছেন ১০জন ।নিহতরা হলেন আব্দুল মাবুদ (৪৫), সুদর্শন বড়ুয়া (৫৫),সুলতান আহম্মেদ (৫০) মো: আব্দুল্লাহ (১৬),মামুনুল হাকিম(১৭), জলিল আহাম্মদ (৪০) সুরত আলম (৩৫) আব্দুল্লাহ (১৮), ছৈয়দুল আমিন (২৬)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম জানা সম্ভব হয়নি। এরা সবাই নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল আটটায় নাইক্ষ্যংছড়ির চাকঢালা এলাকায় এ ঘটনা ঘটে ।
স্থানীয় ও পুলিশ জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে চাকঢালায় আশ্রয় নেওয়া মায়ানামার থেকে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ দিতে যাচ্ছিল । এ সময় ত্রাণবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলে মৃতু্য হয় ৬ জনের । আর আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩জনকে মৃত ঘোষণা করেন ।এদিকে ঘটনায় গুরুতর জখম হওয়ায় আহত ৩জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে ।
ঘটনাস্থলে থাকা বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি একেএম জাহাঙ্গীর বলেন, আহত এবং নিহতদের উদ্ধার করেছে পুলিশ। গুরুতর জখম হওয়ায় আহত ৩জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয় ।ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল জানান, দূর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৯জন মারা গেছেন, এরা পেশায় শ্রমিক ছিলেন। আহতদের আশংখাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ও জেলা প্রশাসন থেকে নিহতদের ১০ হাজার টাকা এবং আহতদের ৫ হাজার টাকা করে সাহায্য প্রদানের ঘোষনা দেওয়া হয়।