নাইক্ষ্যংছড়িতে ১১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ঘুমধুমে ইয়াবাসহ শংকর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার ৯নং খুনিয়া পালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দেছুয়া পালং গ্রামে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে প্রায় ১১ হাজার পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৩৩ লক্ষ ৩০ হাজার টাকা বলে জানান পুলিশ।

NewsDetails_03

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শংকর বড়ুয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ সোমবার সকালে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন