তিনি বলেন, ‘সংঘবদ্ধ চোরাকারবারিরা দোছড়ি ইউনিয়ন থেকে বাঁকখালী নদী পথে কাঠগুলো গন্তব্যে নেওয়ার চেষ্টাকালে গোপন সংবাদে অভিযান চালানো হয়। এসময় ৩৯ লাখ টাকা মূল্যের ১৩শ সিএফটি সেগুণ কাঠ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে গন্তব্যে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত লোকজন পালিয়ে যায়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.আসাদুজ্জামান বলেন, জব্দকৃত কাঠগুলো বন বিভাগের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।