আটকরা হলো, কক্সবাজারের রামু উপজেলার পানের ছড়া এলাকার নুরুল হাকিমের ছেলে সরওয়ার কামাল(২২),আব্দু রশিদের ছেলে নাছির উদ্দিন(২০)অন্যজন কক্সবাজারের পেশকার পাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে অরিফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ মে রাত ১১ টার দিকে
পুলিশের একটি দল সদর উপজেলার রেষ্ট হাউজ রোডে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় পুলিশ তাদের তিনজনের কাছ থেকে ৫৪০ লিটার মদ উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন চোলাই মদ ও মাইক্রোবাসসহ আটকের কথা নিশ্চিত করে তিনি বলেন, মাদকসহ আটক তিনজন মাদকসেবন ও বিক্রেতা।
তিনি আরও বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী তিনজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।