আর এদিকে তথ্যানুসন্ধানে জানা যায়,আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চাক জাতি সংখ্যালঘু,এরা অত্যান্ত শান্তি প্রিয়। এদের অর্থ যোগানের একমাত্র ভরসা জুমচাষসহ পাহাড়ে বাগান করে বিভিন্ন ফলাদি থেকে আয় রোজগার। তবে গত ১৬ ফেব্রুয়ারি রাতে সদর ইউনিয়নের সাতগইজ্জা পাড়াতে ১০ -১৫ জনের অস্ত্রধারী একটি যুবকদল দেখে এরা আতঙ্কিত হয়ে তিন কিলোমিটার দূরে মধ্যম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় নেয়। এখন ওই পরিবার গুলো কষ্টে জীবনযাপন করে যাচ্ছে সপ্তাহ ধরে। তাদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ।
পালিয়ে আসা হ্লা খাই চিং চাক এই প্রতিবেদকে জানান, আমার স্বামী চিং থোয়াই চাক কে জুমে গরু নিয়ে যাওয়ার সময় তার ব্যবহৃত মোবাইল কেড়ে নিয়ে বলেন কোন ধরনের পুলিশ বিজিবিকে খবর দিলে তোমার নিঃশ্বাস একেবারে বন্ধ করে দেব।
এক প্রশ্নের জবাবে হ্লা খাই চিং চাক আরও জানান, অস্ত্রধারী গ্রুপরা আমার স্বামীকে অপহরণ করে নিয়ে যেতে পারতো। এরা ছেড়ে দিল কেন? ডাকাত হলে আমাদেরকে ঘরে ঢুকে সব কিছু নিয়ে যেতে পারতো। যতক্ষণ পর্যন্ত অভিযান সফল না হয় আমরা কোথায় গিয়ে দাঁড়াব ? কে আমাদেরকে নিশ্চিয়তা দিতে পারবে ওই অস্ত্রধারী লোকেরা যে আবার পাড়ায় আসবেনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওলানা নুরুল আমিন জানান, আতঙ্কে পালিয়ে আসা পরিবারগুলোকে পরিত্যাক্ত ঘোষিত ভবনে আশ্রয় নেয়ার স্থান দেওয়া হয়েছে। তবে ওই ভবনের তিনটি রুমের মধ্যে প্রথম দিন দখল করলেও পরে একটি রুম ছেড়ে দিতে অনুরোধ করি। কারন আমাদের শিশু শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যাই বেশী হওয়াতে তাদের ওই ভবনের একটি ক্লাস পাঠদান হিসেবে চালিয়ে যেতে হয়।
মৌজার হেডম্যান বাচিং চাক জানান, সদরের সাতগইজ্জা পাড়াটি ১৫ বছরের জনবসতি পাড়া, তবে ঘণ বসতি নয়। প্রথমে চাক সম্প্রদায় ও বাঙালী মিলে মাত্র সাত পরিবারের বসবাস। এখন চার পরিবারসহ বাঙালী মাত্র এক পরিবার। পাড়ার কিছু দূরে রাবার বাগানে বাঙালীর আরো এক পরিবারের বসবাস। ওই পাড়ার আশেপাশে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনদের খাস পাহাড় দখলে আছেন। কেহ বাগান করেছেন কেহ আবার বাগান করার প্রস্তুতি নিচ্ছেন। তবে ওই সব পাড়ায় আরও গণ বসতি হলে হয়তো অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা কমে যাবে।
সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, গত ১৫ ফেব্রুয়ারি রাতে নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি সড়কে কিছু অস্ত্রধারী যুবক পথযাত্রীদেরকে জিম্মি করে টাকা,মোবাইলসহ অন্যান্য জিনিস পত্র ছিনিয়ে নেয়। সে সময় অস্ত্রধারীর কবলে শিকার হন সোনাইছড়ির ইউপি চেয়ারম্যান বাহাইন মারমাসহ ব্যবসায়ী ও গাড়ীতে অবস্থানরত যাত্রী এবং চালকেরা। ওইসময় ঘটনা ছড়িয়ে পড়লে পুলিশ বিজিবি অভিযান চালালে ওই অস্ত্রধারী সন্ত্রাসীরা ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যায়। পরদিন ১৬ ফেব্রুয়ারি ভোর সকালে খবর পায় সদরের সাতগইজ্জা পাড়ায় ওই অস্ত্রধারীরা আনাগোনা করছে। সেখানেও পুলিশ অভিযান চালালে সেখান থেকেও গা ডাকা দেয়।
নাইক্ষ্যংছড়ি থানা ইনর্চাজ মোঃ আলমগীর শেখ জানান, আমাদের অভিযান চলমান রয়েছে। তবে সাধারণ পাবলিকদের সহযোগিতা দরকার। আতঙ্কে পালিয়ে আসা পরিবার গুলোকে তাদের পাড়ায় স্বস্তিতে ফিরে যাওয়ার ব্যবস্থা হবে বলে জানান।
উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি-জুমখোলা-সোনাইছড়ি সড়কে ও সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাতগইজ্জা পাড়ায় অর্ধশতাধিক অস্ত্রধারী যুবকদের হাতে জিম্মি হয়ে পড়েছিল এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। গত (১৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে সড়কের জুমখোলা এলাকায় পথ যাত্রী ও ওই এলাকার ব্যবসায়ীদেরকে ১০-১৫ জনের অস্ত্রধারী একটি ডাকাত দল জিম্মি করে লুটপাট করে নেয়। তবে ওই এলাকার সাধারণ মানুষ মাঝে আতংকে বিরাজ করছে।