বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন ওয়ার্ড ৯নং ফুলতলী যাওয়ার পথে ভাল্লুকখাইয়া এলাকায় চান্দের গাড়ি উল্টে গিয়ে গুরুতর আহত হয়েছে ৬ জন যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকালে দৌছড়ি সড়কের পাশে কাঁচা রাস্তায় মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে, ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে। আহতদের মধ্যে মওলানা ফরিদুল আলম (৪৫) ও ভাল্লোক খাইয়া সস্কুলের দপ্তরী মোঃ ফয়সাল (২৩) এর অবস্থা আশংখা জনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য যে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন এই ৯ নং ওয়ার্ডে যোগাযোগ ব্যবস্থা এখনো গড়ে উঠেনি।