নাইক্ষ্যংছড়ির মাংপা ম্রো এর লাশ মিললো গর্জনিয়ায়

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চড়ূইপাড়া গ্রামের বাসিন্দা নিখোঁজ মাংপা ম্রো এর লাশের সন্ধান মিলেছে। আজ শুক্রবার বিকালে কক্সবাজারের রামুর গর্জনিয়া সেতুর পূর্বপাশে বাঁকখালী নদীর বালুচর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

NewsDetails_03

স্থানীয়রা জানান,গত বৃহস্পতিবার বিকেল ৩টায় কোয়াইঝিড়ি এলাকা থেকে গরু পার করতে গিয়ে নিহত মাংপা ম্রো বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ হন। ঘটনার একদিন পর আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারের রামুর গর্জনিয়া সেতুর পূর্বপাশে বাঁকখালী নদীর বালুচরে তাঁর লাশ পাওয়া গেছে। শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। লাশটি উদ্ধার করে স্থানীয় পুলিশ ফাঁড়ীতে রাখা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবারকে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২৮১ নং কোয়াইঝিড়ি মৌজার হ্যাডম্যান থপ্রে ম্রো বলেন, মাংপা ম্রোর কোন শত্রু নেই, তার মৃত্যু পানিতে ডুবে হয়েছে বলে আমরা মনে করছি।

আরও পড়ুন