নাইক্ষ্যংছড়ির লংগদুর মুখ থেকে কৃষককে অপহরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লংগদুর মুখ থেকে এক কৃষককে অপহরণ করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৪ টায়। অপহৃত কৃষকের নাম নূর আহাম্মদ (৪০), তিনি বাঁকখালী মৌজার কালাচাঁদ বাপের চর এলাকার মৃত নাদেরুজ্জামানের পুত্র।

জানা যায়, নূর আহাম্মদ নিজ বাড়ীতে পরিবারপরিজন নিয়ে রাতে ঘুমাছিলেন। রাতের সাড়ে ৩টার দিকে মুখোশধারী কিছু লোক এসে দরজার কড়া নাড়তে থাকলে পরিবারের সবার ঘুম ভেঙ্গে যায়। তখন দরজা খুলে দিলে নূর আহম্মদকে অপহরণের স্টাইলে নিয়ে যায়। এসময় পরিবারের সবাই আতংকে চিৎকার করতে গেলে তাদেরকে হত্যার হুমকি দেয়।

দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বলেন, আমি সকালে অপহরন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনর্চাজকে ঘটনার বিস্তারিত জানিয়েছি। পাশাপাশি কর্মরত গোয়েন্দাদেরকেও অবহিত করেছি।

NewsDetails_03

নাম প্রকাশ না করার শর্তে ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী এ প্রতিবেদককে জানান, আমি নিয়মিত ধান ক্ষেত পাহাড়া দিতে গিয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টা বা ৪ টার দিকে ৮/১০ জন মুখোশধারী হাফপ্যান্ট পরা লোক দেখতে পাই। তাদের হাতে ছিল অস্ত্র। অপহৃত নূর আহাম্মদের বাড়ী চারপাশে ঘেরাও করে দরজার কড়া নাড়তে থাকলে তখন নূর আহাম্মদ দরজা খুলে দিলে দুই-তিন ঘরে ডুকে পড়তে দেখা যায়। এর পর নূর আহাম্মেদকে চোখ বেঁধে এবং অস্ত্র তাক করে নিয়ে যায়।

অপহরণ ঘটনার কথা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, তিনি অভিযোগ পেয়ে অপহৃতকে উদ্ধারে অভিযানে নেমেছেন। তার টিম জোর চেষ্টা চালাচ্ছে তাকে মুক্ত করতে।

প্রসঙ্গত, ২০১৬ সালে অপহৃত নুর আহমদের ভাই ফরিদুল ইসলামকেও এ বাড়ি থেকে একি কায়দায় অপহরণ করেছিল অস্ত্রধারী সন্ত্রাসীরা।

আরও পড়ুন