নাইক্ষ্যংছড়ির সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম করোনায় আক্রান্ত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী’র করোনা পজেটিভ সনাক্তের খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ছলিম বলেন, গত ১৫ জুন তসলিম ইকবাল চৌধুরী শরীরে জ্বর এবং সর্দি, কাশি থাকায় স্বাস্থ্য বিভাগের একটি টিম তাঁর বাড়ীতে গিয়ে নমুনা সংগ্রহ করে। সেই নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়, ফলাফল পজেটিভ আসে।
তিনি আরো বলেন, নমুনা নেওয়ার পর হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়াতে তিনি এখন কিছুটা সুস্থ আছেন। তার সংস্পর্শে থাকা পুরো পরিবারের নমুনাসহ আশেপাশের বাড়ীগুলো লকডাউনের ব্যবস্থা করা হচ্ছে।
জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২ জন। তবে ১২ জন পজেটিভ রোগীর মধ্যে ১১ জনকে সু-চিকিৎসা দেয়াতে পুরোদমে সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন।
উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য।