নাইক্ষ্যংছড়ি ইউপি উপ নির্বাচনে নৌকা ধানের শীষের লড়াই

alবান্দরবানের নাইক্ষ্যংছড়ি ইউপি উপ নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীকে দুই প্রার্থী আজ মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন জমা দিয়েছেন তসলিম ইকবাল চৌধুরী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি সভাপতি নুরুল আলম কোম্পানি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা জানিয়েছেন, এখন পর্যন্ত দুই প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, আগামী ৭ অক্টোবর মনোনয়ন যাচাই বাছাই হবে ১১ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়ার দিন এবং ১৪ অক্টোবর প্রত্যাহার এর শেষ দিন ধায্য করা হয়েছে, ৩১ অক্টোবর অবাধ ও সুষ্ট নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উভয় প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মিরা হাজির হয়েছিলেন।

আরও পড়ুন