বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের পুরুষ সদস্য পদে প্রার্থী নূর মোহাম্মদ নিজের মননোয়নপত্র প্রত্যাহার করেছেন।
ফলে ইউপি নির্বাচনে বিনা-প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেন আলী হোসেন।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ নির্বাচন কার্যালয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ নিকট তিনি নিজের মননোয়নপত্র বাতিলের আবেদন করলে রিটার্নিং কর্মকর্তা সেটি মঞ্জুর করেন। এ সময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী,ভারপ্রাপ্ত সা:সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। সূত্রে জানা যায়,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত সুবেত আলীর পুত্র নুর মোহাম্মদ । তিনি সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য পদে একজন প্রার্থী হিসেবে অংশ করেন।
গত ১২ সেপ্টম্বার মননোয়নপত্র সংগ্রহ, ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই সম্পন্ন করে নির্বাচন অংশগ্রহণের অনুমোদন নুর মোহাম্মদ। তবে প্রার্থী ব্যাক্তিগত কারন বশত:৭নং ওয়ার্ডে নির্বাচন করতে অক্ষম প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে মননোয়নপত্র প্রত্যাহার শেষে নুর মোহাম্মদ জানান,ব্যক্তিগত কারনে আমি আমার নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে অফিসার বরাবরে জমা দিয়েছি। আমার প্রতিদন্ধী বর্তমান ইউপি সদস্য মো,আলী হোসনকে বিনা-প্রতিদ্বন্ধিতায় পূঃনরায় সদস্য হওয়া সুযোগ করে দিয়েছি। সে এখন বিনা-প্রতিদ্বন্ধিতায় ইউপি সদস্য হিসেবে নির্বাচিত বলে গন্য হবে বলে আশা করছি ।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী উপজেলার সদর ইউনিয়ন, সোনাইছড়ি ইউনিয়ন ও ঘুমধুম ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্টিত ১৪ অক্টোবর। এতে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।