নাইক্ষ্যংছড়ি ইউপি নির্বাচনে গুলিতে নিহত ২ : আহত ২

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপি নির্বাচনে সহিংসতায় বিজিবির গুলিতে ২ জন নিহত এবং আহত হয়েছে ২ জন। নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন পাহাড়বার্তাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতের নাম মংসিং দাই (৪৫), অংচামং(৪০) এবং আহত হলেন ফিলে তংচংগ্যা (১৪), অন্যজনের নাম জানা যায়নি। তারা ঘুমধুমের চাকবৈঠা এলাকার ফাত্রাঝিড়ি ২৬৮ নং মৌজার বাসিন্দা। ঘটনার পর আহতদেরকে চিকিৎসার জন্য কক্সবাজারে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।

NewsDetails_03

জানা যায়,আজ সোমবার (১৪অক্টোবর) দুপুর তিনটার পর ঘুমধুম ইউপি নির্বাচনে ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সদস্য/ মেম্বার প্রার্থী আহম্মদ আলীর(তালা মার্কা) বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে এনে বাবুল কান্তি চাকমার(ফুটবল মার্কা) সমর্থকরা জোরপূর্বক ভোট কেন্দ্রে প্রবেশকালে বিজিবির ফাঁয়ার করলে এই ঘটনা ঘটে। এসময় মং সিং দাই ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতাল নেওয়ার পথে অং চা মং মারা যান।

উপজেলার ঘুমধুমের পাতরাঝিড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী বলেন,নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত্রের জন্য মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন