নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১৫জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

নাইক্ষ্যংছড়িতে মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, পুরুষ ভাইস চেয়ারম্যান ৫, নারী ভাইস চেয়ারম্যান ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ সোমবার ১৮ই ফেব্রুয়ারী বিকালে মনোনয়ন পত্র জমাদান শুরু হয়।
উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের অধ্যাপক শফিউল্লাহ, স্বতন্ত্র মোঃ আবু তাহের কোম্পানি, অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম, চু চো মং মারমা, মোঃ ইকবাল। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মংলা মারমা, জহির উদ্দিন, মাওলানা শাহজাহান কবির , ছৈয়দুল বশর ও মোঃ,ইমরান। নারী ভাইস চেয়ারম্যান পদে ওজিফা খাতুন রুবি, হামিদা চৌধুরী, শামীমা আক্তার গুন্নু, জোহরা বেগম, সানজিদা আক্তার রুনা।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর সর্বমোট ১৫ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৫টা পযর্ন্ত এসব ফরম জমা হয়েছে । তবে চেয়ারম্যান পদে ১ ও ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়ন পত্র জমা দেয়নি।

আরও পড়ুন