সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি ডাকবাংলোর মিলানায়তনে দিনব্যাপী বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শফি উল্লাহ এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: ইসলাম বেবী ।
সভায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি’র উপর পরিপূর্ণ আস্থা রেখে সকল পর্যায়ের নেতাকর্মীরা প্রত্যয় ব্যক্ত করেন ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ,উ পজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুর রহমান, আবু তাহের কোম্পানী, তসলিম ইকবাল চৌধুরী, কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দু সাত্তার, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জুহুরা বেগম, ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ কবির বিন্দুসহ নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন আওয়মী লীগের বিভিন্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।