নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ‘ফুটবল’ প্রতীকের এত ডিমান্ড !

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনজন। তাঁরা হলেন, উপজেলা বিএনপি নেত্রী হামিদা চৌধুরী (বর্তমান), উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ওজিমা খাতুন রুবি ও শামীমা আক্তার। ওই তিন প্রার্থী ফুটবল প্রতীক চেয়ে আবেদন করেন। রিটার্নিং কর্মকর্তা তাঁদের সমঝোতার আহ্বান জানান। কিন্তু তাঁরা কেউ সমঝোতা করতে রাজি হননি। পরে লটারির মাধ্যমে হামিদা চৌধুরী ফুটবল প্রতীক বরাদ্দ পান। পরে ওজিফা খাতুন রুবিকে (কলসি) ও শামীমা আক্তারকে (প্রজাপতি) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আরও পড়ুন