নাইক্ষ্যংছড়ি ছাত্রদলের মিলন মেলা

নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের মিলন মেলা ও বনভোজন সম্পন্ন হয়েছে। শুক্রবার ১৭ ফেব্রুয়ারি উপজেলা সদরের বিছামারা এলাকায় এ বনভোজন অনুষ্টিত হয়েছে। দিনব্যপী আয়োজিত বনভোজনে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাড়াও পাশর্^বর্তী কক্সবাজার জেলা সদর, রামু ও উখিয়া উপজেলার ছাত্রনেতারা যোগ দেন। শুক্রবার দুপুরে বনভোজন ও র‌্যাফেল ড্র অনুষ্ঠানের পুরষ্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাশেদ। নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদল সভাপতি আবু সুফিয়ান চৌধুরীর সভাপতিত্বে বনভোজন পরবর্তী পুরষ্কার বিতরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী হামিদা চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম, কক্সবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল করিম টিপু, রামু উপজেলা ছাত্রদল সভাপতি শাহ নুর উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, কক্সবাজার জেলা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সিকদার, কক্সবাজার জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ খান, কক্সবাজার জেলা ছাত্রদলের সহ প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আমন্ত্রিত অতিথি আবুল বশর নয়ন, বিএনপি নেতা ইউপি সদস্য আরেফ উল্লাহ ছুট্টু, ঘুমধুম ছাত্রদলের সভাপতি সিরাজুল ইসলাম, বাইশারী ছাত্রদল সভাপতি মুফিজুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার ও সহ-সম্পাদক জিয়াবুল হক।

আরও পড়ুন