বান্দরবান পার্বত্য জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান গত ২৩ ডিসেম্বর জেলার নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ফৌজদারী বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত রেজিস্টার সমূহ পরীক্ষা করেন। মামলার তদন্ত ও অন্যান্য কার্যনির্বাহে পুলিশ আইন এবং পুলিশ প্রবিধানসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য ওসি সহ তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের নির্দেশনা মোতাবেক পুলিশ রিমান্ড চলাকালীন অভিযুক্তকে স্বচ্ছ কাঁচের ঘরে জিজ্ঞাসাবাদসহ অন্যান্য নিদের্শনা সমূহ যথাযথ প্রতিপালনের প্রতি গুরত্বারোপ করেন। এসময় তিনি থানার পরিদর্শন বহিতে নোট প্রদান পূর্বক স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম.এমরান এবং নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম.এমরানের উপস্থিতিতে বিভিন্ন সময়ে জব্দকৃত মাদক ধ্বংস করা হয়।