রবিবার সকাল ৭টায় উপজেলার আশারতলী এলাকার সাপমারাঝিরি অস্থায়ী ক্যাম্প থেকে দ্বিতীয় পর্যায়ে ৪৬ পরিবারের ১৯৯ জন রোহিঙ্গা শরণার্থীকে কোন রকম আনুষ্টানিকতা ছাড়া ও প্রশাসনের অজান্তে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার রোহিঙ্গা প্রত্যাবাসন যুগ্ন সচিব মোঃ শামশুজ্জুহা।
এসময় তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য তাঁবু পানিয় জলের ব্যবস্থা, ল্যাট্রিন নির্মাণ সহ সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোপূর্বে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জিরো পয়েন্ট থেকে ৩ হাজার রোহিঙ্গাকে উখিয়ায় সরিয়ে নেওয়া হয়। এসব কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে রেড ক্রিসেন্ট ও রেড ক্রস।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পার্বত্য অঞ্চল থেকে আশ্রিত রোহিঙ্গাদের কুতুপালং ক্যাম্পে সরিয়ে নেওয়া হচ্ছে। আগামী ২০দিনের মধ্যে সাপমারাঝিরি, বড়ছনখোলা, বাহিরমাঠ ও কোনারপাড়া সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে ১৬ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে। তবে এই বারে স্থানান্তর প্রক্রিয়াটা ছিল প্রশাসনের একেবারে অজান্তে। এরপরও এ ব্যাপারে সকলের সহযোগিতা দরকার।